কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আপনাকে স্বাগতম। অত্র হাসপাতালে বর্হি: বিভাগ (সাধারণ / নন কোভিড ) সকাল ৮:00 ঘটিকা থেকে বেলা ২:৩০ পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চালু আছে ।    কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম    
মেনু নির্বাচন করুন

বায়োকেমিস্ট্রি

জীবনের রসায়ন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাই হল প্রাণরসায়ন বা জীবরসায়ন। এটি জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধনস্বরূপ। জটিল রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক কাঠামোগুলোর সাথে আমাদের প্রাণের কি সম্পর্ক তা ব্যাখ্যা করে এই বিজ্ঞান। প্রাণরসায়ন আলোচনা করে কোষের বিভিন্ন উপাদান, যেমন আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ লিপিড, নিউক্লিয়িক এসিড এবং অন্যান্য জৈব অণু সম্পর্কে। প্রাণরসায়ন বিজ্ঞানের আওতাভুক্ত অন্যান্য বিষয়াবলীর মধ্যে জেনেটিক কোড(ডিএনএ, আরএনএ), আমিষ সংশ্লেষণ, বিভিন্ন কোষের মধ্যে সংকেত আদান প্রদান প্রভৃতি অন্যতম।

Top